শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


'শায়খুল হাদিস শায়েখ আব্দুল হক ছলিমের বর্ণাঢ্য জীবন আমাদের প্রেরণার বাতিঘর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এনামুল হক
রাংগুনিয়া প্রতিনিধি>

বাংলাদেশের ইলমি আমলী ও আধ্যাত্মিক জগতের এক অনন্য ব্যক্তিত্ব শায়েখ আব্দুল হক ছলিম। কুতবে যমান আল্লামা শাহ মেহেরুজ্জামান ইসলামাবাদীর অন্যতম খলিফা তিনি।

একজন আলেম যখন লেখক হন, তার দর্শন ও চিন্তা-চেতনায় ব্যাপ্তি আসে। সমাজ, দেশ ও জাতির কথা ভাবতে সুযোগ হয়। দেশ-বিদেশের তথ্য বহুল সমৃদ্ধ জ্ঞাণ চর্চায় নিজেকে নিয়োজিত রেখে আলোকিত ব্যক্তিদের সান্নিধ্য লাভ করে জ্ঞাণের পরিধি বিস্তৃত ও সুপ্ত জ্ঞাণের বিকাশ ঘটে। এমনই তুখোড়, আধুনিক, ব্যক্তিত্বসম্পন্ন লেখক পীর কামেল শায়েখ আব্দুল হক ছলিম। তার লিখনীতে বহু মানুষ উপকৃত হয়েছে।

এ মনীষী (১৫ মার্চ ১৯৩৩ ইংরেজি মোতাবেক ১৩৫৪ হিজরী জুমাবার) রাংগুনিয়া উপজেলার কোদালা নামক গ্রামে পিতা শাহ সুফি আব্দুল আজিজ ও মাতা মুবাশ্বেরা খাতুনের উরশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ও ধিশক্তি সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কারণেই উস্তাদদের প্রিয় ছাত্র ছিলেন।

ব্যবহার ও চরিত্র হলো মানব জীবনের সবচেয়ে বড় অলংকার। চারিত্রিক গুনাবলীর মাধ্যমে অবাধ্যকে বাধ্য করা যায় এবং অন্যের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়। গন্যমাণ্য বরেণ্য আলেম আল্লামা শায়েখ আব্দুল হক ছলিমের চারিত্রিক মাধুর্যতা অতুলনীয়। তিনি উচ্চাঙ্গ, রুচি ও মানসিকতার দিক থেকে ছিলেন উন্নত। গনমানুষের উপকার সাধন, কল্যাণ কামনায় তার জীবনের যেন মূল লক্ষ্য। তিনি গরীব দুঃখী মানুষের জন্য নিবেদিত প্রাণে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করতে দ্বিধা করেননি।

এক কথায় তিনি যেন এক অনুস্বরনীয় চারিত্রিক বাস্তব নমুনা ও রোল মডেল। সফরে পূর্বে অজু যেন অভ্যাসে পরিণত করে নিয়েছেন। নবীর প্রেমে এক উজ্জল দৃষ্টান্তও বটে। রাসুলুল্লাহ সা. এর বিশেষ সুন্নত পাগড়ি পরিধান করা, পোষাকের অপরিহার্য অংশ হিসেবে সদা মাথায় পাগড়ী পরিধান করেন। আলহামদুলিল্লাহ তাঁর এই বয়োবৃদ্ধ বয়সে তকবীর উলার সহিত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। তাছাড়া চশমা ছাড়া কুরআন তেলাওয়াত ও লেখালেখি যেন স্পর্শকাতর।

কালের প্রদ্বীপ বয়ে আনেন সবুজ শ্যামল বাংলাদেশের জন্য অনেক সম্মান। হযরত যাদের সান্নিধ্যে লাভ করে সোহবতে ধন্য হয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক কুতুবুল আকতাব আল্লামা শাহ মুফতি আজিজুল হক রহ., জামেয়া ইসলামিয়া পটিয়ার সাবেক পরিচালক শায়খুল আরব ওয়াল আজম আল্লামা শাহ ইউনুস রহ., শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ (ইমাম সাহেব হুজুর রহ.), আরিফ বিল্লাহ আল্লামা ইউছুফ বিন্নুরী রহ. প্রমুখ।

পৃথিবীর বাগানে জমে যাবে ফুলের জলসা। তাঁর উদ্যোগ ও নিরলস প্রচেষ্ঠায় বিভিন্ন জায়গায় মসজিদ মাদরাসা, এতিম খানা মক্তবসহ ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার মধ্যে আল জামেয়া কোরআনিয়া চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসা। হযরত এ মাদরাসায় দীর্ঘদিন সুনামের সাথে পরিচালক ও শায়খুল হাদীস এর দায়িত্বে ছিলেন।

শারীরিক অসুস্থতা ও মাদরাসার কল্যাণ কামনা করে অবসর নেন। উত্তর রাংগুনিয়া খন্ডলিয়া পাড়া মাদরাসা ও জামে মসজিদ। চন্দ্রঘোনা হাবীব পাড়া জামে মসজিদ, কোদালা ধোপাঘাট উম্মে যিয়াদ জামে মসজিদ, চন্দ্রঘোনা পাঠানপাড়া জামে মসজিদ, চন্দ্রঘোনা উত্তর বনগ্রাম মদিনাতুল উলুম মাদরাসা, এতিমখানা ও জামে মসজিদ। বর্তমানে আরো শতাধিক মাদরাসা মসজিদ ও মক্তব প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা ও পরিকল্পনা নিয়ে কাজ করে আসছেন।

তাঁর দীর্ঘদিন শিক্ষকতা জীবনে জামেয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতীয়ে আজম আল্লামা মুফতি আব্দুস ছালাম চাটগামী, জামেয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী সহ অসংখ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, লেখক, গবেষক ও খ্যাতিমান আলিম তৈরি করেছেন।

তিনি বর্তমান অবসরে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনকে বায়াত মুরিদ ও কিতাব লেখালেখি করে জীবন যাপন করে আসছেন। হযরতের স্বপ্রতিষ্ঠিত জামেয়া কোরআনিয়া চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসা ও (দারুত তছনীফ ও প্রকাশনা বিভাগ) সংলগ্ন নিজ বাসভবনে স্বপরিবার বসবাস করেন। আমরা সকলে হযরতের রোগমুক্ত দীর্ঘ সুস্থতা কামনা করছি। আমিন, ছুম্মা আমিন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ