শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


জামিয়া গাফুরিয়া দারুসসুন্নার মাহফিলে লক্ষাধিক মুসল্লির সমাগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জামিয়া গাফুরিয়া দারুসসুন্নায় দস্তারে ফাযিলত উপলক্ষ্যে ৬৯তম বার্ষিক ইসলামি মহা সম্মেলনে লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছে।

গতকাল রোববার আসরের পর থেকে মাহফিল শুরু হয়, চলে আজ সকাল ৮টা পর্যন্ত। জোহরের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে আসরের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

মাগরিবের পর থেকে স্থানীয় উলামায়ে কেরামরা বয়ান করেন। পরে রাত ১০টায় বয়ান করেন- দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা আযহার বিন আরশাদ মাদানী, আল্লামা মাদানী তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। বয়ান শেষে তিনি বুখারীর শেষ দরস দেন।

এরপরে আল্লামা আযহার মাদানী এবং জর্ডান থেকে আগত, শায়খ উমর খাযিরের উপস্থিতিতে ৩৪জন ফারেগীনকে দস্তারে ফযিলত প্রধান করা হয়।

শায়েখ উমর খাযির সুন্নতে নববীর মাধ্যমে দীনের দাওয়াত মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাবে এবং বান্দার উপর আল্লাহর কি হক ও আল্লাহর উপর বান্দার কি হক এ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন।

মাহফিলে আরো বয়ান করেন- মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা কেফায়াতুল্লাহ আল আজহারী, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা মুরশেদ খান, মুফতি বশির আহমদ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী, মাওলানা আহমদ আলী, মাওলানা আবু ইউসুফ মাহমুদী প্রমুখ।

এ মাহফিলটি বৃহত্তর মোমেনশাহীর সর্ববৃহৎ একটি মাহফিল। বড় বড় বুযুর্গদের চোখের পানির ফসল এই জামিয়া। ফলে এই মাহফিলের প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের একটি ভালোবাসা কাজ করে।

ইসলামিক বিভিন্ন পন্যের প্রায় চার শতাধিক স্টলেরও আয়োজন করেছে মাহফিল কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ