শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

'আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ ।।

জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর, হবিগঞ্জের মুহতামিম ও শাইখুল হাদীস,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি,দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, হজরতুল আল্লাম তাফাজ্জুল হক হবিগঞ্জী সাহেব রহ (আজ রবিবার ৫ জানুয়ারী) ৪টা ৩৫ মিনিটের দিকে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন إنا لله وإنا إليه راجعون

বেশকিছু দিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকাৎসাধীন ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল (৬ জানুয়ারী সোমবার) সকাল ১০টায় উমেদনগর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা,আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী সাহেব রহ এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে।

প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর,ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী সাহেব রহ বহু গুণে গুণান্বিত ছিলেন। তিনি মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ,এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তাঁর যেকোন ডাকে তিনি নির্দিধায় সাড়া দিতেন। আমি আমার জীবনে তাঁকে দেশে, দেশের বাহিরে, রাজপথে, আন্দোলন সংগ্রামে খুব কাছ থেকে অসংখ্যবার দেখেছি, দেখে অভিভূত হয়েছি,তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তাঁর হাস্যোজ্জল মুখের আন্তরিকতাপুর্ন ডাক আমি এখনো যেনো শুনতে পাচ্ছি।

আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলেনা। আল্লাহভীরু, মুখলিস, নূরানী মুখাবয়বের অধিকারী, সাহসী, বাস্তবিক অর্থে দীনের দা’ঈ- এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেন্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, শায়খুল হাদীস, আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ