আওয়ার ইসলাম: হিন্দু আর শিখ হাতে হাত ধরে তৈরি করা ব্যারিকেডের ভিতরে নামাজ পড়লেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা। সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে স্বল্প সময়েই সে দৃশ্য ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই অন্য ধর্মাবলম্বীরা হাত ধরে মানবপ্রাচীর তৈরি করেন। সেই মানবপ্রাচীরের মাঝেই নামাজ পড়েন মুসলিম ধর্মাবলম্বীরা। সে দৃশ্য দেখতে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে ভিড় জমে যায়।
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে ওঠার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে পুরো ভারতজুড়ে। রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে সে বিল এখন আইনে পরিণত হয়েছে। তার প্রতিবাদে তরুণ থেকে বর্ষীয়ান নাগরিক, শ্রমজীবী মজদুর থেকে বিখ্যাত ব্যক্তিরা একসঙ্গে পথে নেমেছেন।
আন্দোলনে নেমে উত্তর-পূর্ব ভারতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে শিক্ষার্থীদের মারধর করেছে পুলিশ।
জানা যায়, ধর্মের ওপর ভিত্তি করে সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদের চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি। বিক্ষুব্ধ জনতা এমন অভিযোগ জানিয়েছেন। ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র বদলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তারা। কিন্তু ভারতবাসী আজও বিশ্বাস করে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
-এটি