আওয়ার ইসলাম: অবশেষে লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান দিয়াব। তিনি এর আগে লেবাননের একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর ‘এপি’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন নতুন প্রধানমন্ত্রী হিসেবে হাসান দিয়াবের নাম ঘোষণা করেন।
রাজনৈতিক সংস্কারের দাবিতে গত ১৭ অক্টোবর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে লেবাননে। তীব্র বিক্ষোভ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির কারণে গত নভেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাদ হারিরি। তার পদত্যাগের পর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট মিশেল আউন।
প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ১২৮ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন হাসান দিয়াব। তার প্রতি ৬৯ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন।
এ দিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসান। তার প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থন রয়েছে।
আরএম/