আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসন এবং আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ইসলামি সম্মেলন। এই সম্মেলনে ৫২ দেশের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
এ সামিটে যোগ দিলেন মালয়েশিয়ায় অবস্থানরত ভারতীয় বংশোভূত ইসলামি লেকচারার জাকির নায়েক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মহাথির মুহাম্মদের কার্যালয় থেকে গত সপ্তাহে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়।
তবে গতকাল সকালে জাকির নায়েক কুয়ালালামপুর কনভেনশন কেন্দ্রের প্লেনারি হলে সাংবাদিকদের প্রশ্নে কোন উত্তর দেননি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুর শুরু এ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান, কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বৈঠকের আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।
এতে কয়েকশ’ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুসলিম বিশ্বের নানা বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: মালয়মেইল
আরএম/