আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে সূরার নামান্তরের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশজুড়ে।
জানা যায়, পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে ‘আল-ইসরা’ সূরা নামের স্থানে ‘বনি ইসরাইল’ লেখা হয়েছে। আর এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইএম নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে ‘আল-ইসরা’ সূরার নাম পরিবর্তন করে ‘বনি ইসরাইল’ নামকরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
পবিত্র কুরআনের এ অনুলিপি সংযুক্ত আরব আমিরাতের ‘দারুল বির’ সংস্থা প্রকাশ করেছে। শীঘ্রই প্রিন্টকৃত পাণ্ডুলিপিসমূহ ইসলামি দেশগুলোয় বিনামূল্যে বিতরণ করা হবে।
সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলা হচ্ছে, কুরানের এই পাণ্ডুলিপিসমূহে ‘ইসরা’ সূরার নাম পরিবর্তন করে ‘বনি ইসরায়েল’ লেখার উদ্দেশ্য ইহুদিদের খুশি করা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কুরআনের ১৫ পাড়ায় সুরা বনি ইসরায়েলকে ইসরা বলে উল্লেখ করা হয়। আর এশিয়ার প্রায় দেশেই সুরাটি বনি ইসরায়েল নামে প্রসিদ্ধ। তাফসিরের গ্রন্থগুলোতে এর অপর নাম ইসরা বলে উল্লেখ করা হয়েছে। ইকনা।
-এটি