আওয়ার ইসলাম: দীর্ঘ চার মাস ১৫ দিন দিন পর খুলল কাশ্মীরের গ্রান্ড মসজিদ। ৫ আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বুধবার প্রথমবারের মতো মসজিদটি খুলে দেয়া হল।
নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমরা বিক্ষোভ করতে পারে- এমন আশঙ্কায় এটি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, শ্রীনগরে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর এ মসজিদটি প্রথমবারের মতো দীর্ঘদিন বন্ধ ছিল।
মোহাম্মদ ইকবাল এএফপিকে বলেন, ‘জামিয়া মসজিদ থেকে আজানের সুর ভেসে আসার অপেক্ষায় বহুদিন আমি বাসায় বসে আছি। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। দীর্ঘ সাড়ে চার মাস পর আবার মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছি।’
আরএম/