আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনায় মালয়েশিয়া সফর বাতিল করে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ইসলামাবাদে গতকাল বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে মোশাররফের মৃত্যুদণ্ডাদেশের রায়, জম্মু কাশ্মীরের চলমান পরিস্থিতি, সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
এ ছাড়া ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতাদের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল।
সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদোহের দায়ে পারভেজ মোশাররফকে গত মঙ্গলবার ফাঁসির আদেশ দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। রায় ঘোষণার পরই এটিকে ‘বেদনাদায়ক ঘটনা’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
আর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার রায়কে ‘অন্যায়’ দাবি করে বলেছে, আপিল শুনানির সময় অসুস্থ ও স্বেচ্ছা নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের পক্ষে থাকবে তারা।
আরএম/