মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রথমবারের মতো সরকারিভাবে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হলো বিশ্ব আরবি ভাষা দিবস। আরবি ভাষা দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আরবি ভাষা বিশ্বের অন্যতম একটি সমৃদ্ধ ভাষা। এবং এটি প্রাচীন ভাষা। সেই প্রাচীনকাল থেকেই আজ পর্যন্ত বিশ্বের এত বিশাল অঞ্চল জুড়ে এই ভাষা ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ভাষা উদযাপনের জন্য বাংলাদেশে একটি উপযুক্ত জায়গা। কারণ এদেশের মানুষ ভাষার মর্যাদা বোঝে। ভাষার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে। আরবি ভাষা আমাদের একটি আবেগের জায়গা। বুঝে না বুঝে এই ভাষার প্রতি আমাদের অসম্ভব ধরনের দুর্বলতা আছে।

তিনি আরও বলেন, এই ভাষা নিয়ে আমাদের এত ভালোবাসা, শ্রদ্ধা হয়েছে ধর্মকে ভালোবাসার কারণে। ধর্মীয় অনুভূতির কারণে আরবি ভাষার প্রতি আমাদের টান রয়েছে। কিন্তু ভাষার তো আরও অনেক দিক রয়েছে। ভাষার সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। ভাষার সঙ্গে ইতিহাস-ঐতিহ্যের সংযোগ রয়েছে। ভাষার সঙ্গে মানুষের জীবন যাপনের যোগাযোগ। আর আজকের দিনে ভাষা দিয়ে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ ও আয় রোজগারের একটা ব্যাপার জড়িয়ে আছে। সবকিছু মিলে আরবি ভাষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৩ সালের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক এবং দাফতরিক কার্যক্রমগুলোর ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয় আরবি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ