আবদুল্লাহ তামিম।।
ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদে মাঠে নেমে আসা দিল্লির জামিয়া মিল্লিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন, ইন্ডিয়া জামিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জামিয়া মিল্লিয়া ও আলিগড়ের শিক্ষার্থীদের উপর পুলিশি আক্রমণের কঠোর নিন্দা জানাই। আইন প্রয়োগ ও পরিবেশ শান্ত্ব করার নামে নিরীহ শিক্ষার্থীদের উপর এ হামলা খুবই দু:খজনক।
তিনি আরো বলেন, যদিও শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কিন্তু আপনারা কি জানেন তারা শিক্ষার্থীই ছিলো? অথচ আজ সত্য সামনে চলে আসছে। পুলিশরা নিজেই গাড়িতে আগুণ দিয়ে শিক্ষার্থীদের নাম দিয়ে তাদের উপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে। আমরা জমিয়তে হিন্দের পক্ষ থেকে ধিক্কার জানাই। অবিলম্বে এ হামলার পিছনে কাদের হাত ছিলো তদন্ত কমিটি গঠন করে হলেও এর সুষ্ঠু সমাধান চাই আমরা।
তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা সু্শৃঙ্খলভাবে আন্দোলন করে আসছিলো, কারণ আন্দোলনের অধিকার প্রত্যেকটা নাগরীকরেই আছে, তখন কোনো শিক্ষার্থী পুলিশের উপর হামলা বা কোনো ধরণের দুর্ঘটনা ঘটল না, কিন্ত গতকাল কেনো তারা আইন ভঙ্গ করে গাড়িতে আগুন দিতে যাবে? অথবা পুলিশের উপর হামলা করতে যাবে?
দিল্লি পুলিশ এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারবে না, কারণ এর পিছনে যে চক্রান্ত আর ষড়যন্ত্র আছে সেগুলো ইতোমধ্যে ভিডিও আকারে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। জাতির সামনে চলে এসেছে যে পুলিশ বাহিনী নিজেরাই গাড়িতে আগুন দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আজ জাতি এসব ঘৃণিত কর্মকাণ্ডের বিচার চায়।
তিনি আরো বলেন, জামিয়া মিল্লিয়ার মত করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। তাদের ক্যাম্পাসে ঢুকে আহত করা হয়েছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রশ্ন এটা কেমন স্বাধীন দেশ যেখানে আমরা সুশৃঙ্খল আন্দোলন পর্যন্ত করতে পারবো না।
আজ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নাগরিকত্ববিল প্রনোয়ন করছে সরকার। অথচ এ দেশ আমাদের। আমরা আমাদের পূর্বপুরুষরা এ দেশ স্বাধীন করতে রক্ত ঝরিয়েছেন। আমরা এদেশেরেই নাগরীক। আমাদেরও ততটুকু অধিকার আছে যতটুকু অধিকার অন্যদের আছে। আজ সে অধিকার গায়ের জোড়ে আমাদের থেকে কেড়ে নিতে চাচ্ছে একদল। কিন্তু মনে রাখতে হবে ইতিহাসকে কখনো গলা টিপে হত্যা করা যায় না। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। শক্তির বলে বাহুর বলে ইতিহাসকে মুছা যায় না। আমাদের ইতিহাস আমাদের গৌরব।
জমিয়তে উলামায়ে হিন্দের পাঠানো বিবৃতি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি