আবদুল্লাহ তামিম ♦ নরওয়েজিয়ান মুসলিম আর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজ-আল-কুরআন মসজিদ তিনটি সংগঠন অমুসলিমদের হাতে নরওয়ের অনুবাদ সহ মোট ১০,০০০ কপি কুরআন বিতরণ করেছে।
ভার্ট ল্যান্ড পত্রিকার মতে, এ তিনিটি মুসলিম সংগঠন নরওয়েতে কুরআন অবমাননা করায় এর প্রতিবাদে এ উদ্যোগ নিয়েছে। রাজধানী অসলোসহ বিভিন্ন জায়গায় ১০ হাজার কুরআন বিতরণ করছে তারা।
নরওয়ের কুরআন অবমাননার পর সেখানে এখনো রাস্তায় পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন চলছে একের পর এক।
উল্লেখ্য, নরওয়ের ‘ইসলামবিদ্বেষী’ সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। এতে কুরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি যুবক ওমর মুজাহিদ ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।
ঘটনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মুসলিম বিশ্বে বিক্ষোভ ও প্রতিবাদ হয়। তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও আটক মুসলিম যুবকের মুক্তি দাবি করে এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নরওয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে।
দ্য ইসলামুজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি