আওয়ার ইসলাম: উগান্ডায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশকিছু লোক। দেশের পশ্চিমাঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।
গতকাল রোববার আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি একাধিক টুইট বার্তায় জানায়, অঞ্চলটির বুন্দিবুগিও এলাকার এক পাহাড়ের নিচে আরও কিছু মৃতদেহ চাপা পড়ে আছে। উদ্ধারকারী দল দেহাবশেষগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এটা সত্যিই ভীষণ ভয়াবহ এক পরিস্থিতি।
https://twitter.com/UgandaRedCross/status/1203605374017904641
গত কয়েকদিন যাবত চলা এই দুর্যোগ প্রবল পরিস্থিতিতে অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নিখোঁজদের সন্ধানে কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। দ্রুতই মরদেহগুলো সনাক্তের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে এরই মধ্যে সতর্কতা জারি করেছে উগান্ডার জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন নিচু এলাকা ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে। সূত্র: আল জাজিরা
-এএ