মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২০২০ সেশনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মজলিসে আমেলার নাম ঘোষণা করেছে।

রোববার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ২০২০ সেশনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মজলিসে আমেলার নাম ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

পূর্ণাঙ্গ কমিটিতে জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এম. শোয়াইব, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, প্রকাশনা সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ।

অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম.এ হাসিব গোলদার, কওমি মাদরাসা সম্পাদক নূরুল বশর আজিজী, আলিয়া মাদরাসা সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মশিউর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম সদস্য-১ সুলাইমান দেওয়ান সাকিব, সদস্য-২ জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, সদস্য-৩ মুনতাসির আহমাদ এর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এম. হাছিবুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ আব্দুল জলিলকে সহ-সভাপতি ও নূরুল করীম আকরামকে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ