শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বুরুন্ডিতে ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও নিখোঁজ রয়েছে ১০ জন।

গতকাল বৃহস্পতিবার দেশটির সিবিতোক প্রদেশের ভূমিধসে হতাহত হয় তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি আর সিবিতোকের ভূমিধসে হতাহত হয়েছে বেশ কয়েকজন। রুয়ান্ডার সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে এলাকায় এসব ভূমিধস হয়। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এসব অঞ্চলের বাড়িঘর ও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।

প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তার বরাতে ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন আর জিকোমেরোতে তিনজন প্রাণ হারায়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাতে যখন প্রায় সবাই বাড়িতে ছিলেন, এ সময় তিনটি পাহাড়ে ভূমিধস হয়। আর এতে সবকিছু মাটিচাপা পড়ে।

স্থানীয় সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধারে এখন খননকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ