শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিতিতে এ ফল প্রকাশ করা হয়। পরে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিপার্টমেন্টে পাশের হার এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর গোপন রাখা হয়েছে। শুধুমাত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট আসনের ভিত্তিতে শিক্ষার্থীদের বাচাইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯৯% শিক্ষার্থীই পরীক্ষায় উপস্থিত ছিল।

এ বছর ডুয়েটের ভর্তি পরীক্ষায় পুরকৌশল বিভাগের ১২৪ টি আসনের বিপরীতে ১৭৫০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ টি আসনের বিপরীতে ১০৩০ জন ও কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ টি আসনের বিপরীতে ৩৭১ জন, যন্ত্রকৌশল বিভাগের ১২৪ টি আসনের বিপরীতে ১৫৪৬ জন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৪ টি আসনের বিপরীতে ১১৭৯ জন, স্থাপত্য বিভাগের ৩২ টি আসনের বিপরীতে ৩১২ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১২৪ টি আসনের বিপরীতে ১৯৫০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ টি আসনের বিপরীতে ৩৮৭ জন ও মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ টি আসনের বিপরীতে ১১২১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

উল্লেখ্য, এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৬৩৫ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ভর্তি পরিক্ষার রেজাল্ট ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://duet.ac.bd থেকে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ