আওয়ার ইসলাম: বাল্টিক ও পোল্যান্ড নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সামরিক প্রতিরক্ষা জোরদার পরিকল্পনায় তুরস্কের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর ‘ইয়েনি শাফাক’র।
লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলন শেষে জেনস স্টলটেনবার্গ বলেন, বাল্টিক ও পোল্যান্ড নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সামরিক প্রতিরক্ষা জোরদার পরিকল্পনায় তুরস্ক রাজি হয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই।
বিষয়টি নিশ্চিত করে লিথুনিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদা জানিয়েছেন, পোল্যান্ড ও বাল্টিক নিয়ে প্রতিরক্ষা পরিকল্পনায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্মতি দিয়েছেন।
এর আগে তুরস্ক বলেছিল, ন্যাটো জোট যদি কুর্দি সংগঠনকে (ওয়াইপিজি) সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে ঘোষণা না করে, তবে বাল্টিক নিয়ে ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনায় তারা সম্মতি দেবে না।
এদিকে সম্মেলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ভালো সম্পর্ক রাখতে চায়’। তিনি বলেন, ‘চীন ভবিষ্যতে অস্ত্র সীমাবদ্ধতা অথবা কমিয়ে আনায় বিষয়ে আলোচনার অংশ হওয়া উচিত’।
-এএ