শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশ-তুরস্ক কোস্ট গার্ড প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সফররত তুরস্কের কোস্ট গার্ড প্রধান আহমেদ কেনদির বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনের সরকারি সফরে গত ৩ ডিসেম্বর তুরস্কের কোস্ট গার্ড প্রধান বাংলাদেশে এসেছেন। সফরে তিনি বাংলাদেশর কোস্ট গার্ড প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

বুধবার তুরস্ক কোস্ট গার্ড প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে আসেন। সেখানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

সাক্ষাতের সময় উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ