শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত চলাকালে সকল প্রকার কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন থাকায় যৌন নিপীড়ন অভিযোগ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হতে সাময়িকভাবে বিরত রাখা হলো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, যৌন নিপীড়নের অভিযোগ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রভাষক মুহা. হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক বিদেশি ছাত্রী গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর যৌন নিপীড়নের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ওই শিক্ষক অভিযোগটিকে বরাবর ভিত্তিহীন বলে দাবি করছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ