শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ধর্ষকদের জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো উচিৎ: মাওলানা বদরুদ্দীন আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: হায়দ্রাবাদে পশু চিকিৎসক ড. প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের ফাঁসি প্রদানের দাবি জানিয়েছেন আসামের জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা বদরুদ্দীন আজমল।

তিনি প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও হত্যার মর্মান্তিক-লজ্জাজনক ঘটনার উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ধর্ষকদের জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো উচিৎ। সাধারণ মানুষের যাতে শাস্তি কথা ভেবে তাদের অন্তর কেঁপে ওঠে, অপরাধের সাথে জড়িত না হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে এসব কথা বলেন ভারতীয় পার্লামেন্টের এই সদস্য।

মাওলানা বদরুদ্দীন আজমল বলেন, শুধু আইন প্রণয়নে কোন লাভ নেই, যতক্ষণ না তা কার্যকর না হয়। আমার দৃঢ় বিশ্বাস, যদি প্রকাশ্যে ধর্ষণের আসামিদের ফাঁসি দেয়া শুরু করা হয়, আর এ শাস্তি সবার সামনে চলে আসে, তাহলে ধর্ষণের ঘটনা কমে যাবে।

তিনি বলেন, দেশের পুলিশেরও এব্যাপারে সক্রিয় হতে হবে। যাতে যখন কোন মানুষ আপনাদের কাছে যাবে, আপনাদের সাহায্য চাইবে, তখন এ বিষয়ে কোন অবহেলা করবেন না। অনুরূপভাবে ধর্ষণের বিরুদ্ধে পুলিশের সজাগদৃষ্টি ও সক্রিয়তা বাড়াতে হবে।

মাওলানা আজমল আরও বলেন, দুঃখের বিষয় হল ধর্ষণের মত এমন ঘৃণিত অপরাধের পরেও কিছু সমাজশত্রু এবং দেশবিরোধী চেতনাধারী লোকেরা অপরাধী গোষ্ঠীরও ধর্ম দেখে। আবার সেই অনুযায়ী বিচার করে। এসব কোনভাবেই কাম্য নয়।

তিনি বলেন, আমাদের কর্তব্য হল অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে আওয়াজ তোলা। অপরাধী যে ধর্মের, যে গোষ্ঠীর হোক, সাজা তাকে পেতেই হবে।

প্রসঙ্গত, হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতালে পশু চিকিৎসক হিসেবে কাজ করা এক যুবতীকে ধর্ষণের পর জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। তার লাশ হায়দ্রাবাদের শাদনগর এলাকায় ২৮ নভেম্বর একটি ব্রিজের নীচে উদ্ধার হয়। এই মামলায় চারজনকে ২৯ নভেম্বর গ্রেফতার করা হয়। শনিবার সমস্ত অপরাধীদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। সমস্ত অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ আর হত্যার পর গোটা ভারত ক্ষোভে ফুঁসছে, আর অভিযুক্তদের ফাঁসি দেওয়ার দাবি তুলছে জনগণ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ