আওয়ার ইসলাম: গত মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিস্টান উগ্রবাদী সন্ত্রাসী হামলার সময় তোলা ছবি ২০১৯ সালের শ্রেষ্ঠ ছবিসমূহের মধ্যে নির্বাচিত হয়েছে।
ক্রাইস্টচার্চ সন্ত্রাসবাদী হামলার পরে একজন ফটোগ্রাফার এই হামলায় নিহত ও আহতদের বেশ কিছু ছবি তোলেন। এসকল ছবির মধ্যে একটি ছবি ২০১৯ সালের অন্যতম সেরা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে।
এ ছবিটি স্ট্যাসি স্কোয়ার্স নামক এক ফটোগ্রাফার তুলেছেন। ছবিটিতে দেখা গিয়েছে যে, ক্রাইস্টচার্চের লিনউড মসজিদের পেশ ইমাম আলাবী লতিফ রক্তাক্ত পোশাকে মসজিদ থেকে বেরিয়ে আসছেন। এই ছবিটি CNN তাদের ওয়েবসাইটের “দৃষ্টিভঙ্গি ২০১৯” বিভাগে বছরের শ্রেষ্ঠ ছবিসমূহের মধ্যে প্রকাশ করেছে।
মার্চ মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদের সশস্ত্র সন্ত্রাসী হামলার ফলে ৫১ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। ইকনা।
-এটি