শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হলো নারায়ণগঞ্জের জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুস‌লিম উম্মাহের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় শেষ হয়েছে নারায়ণগঞ্জের জোড় ইজতেমা।টানা তিন দিনের আমবয়ানের পর ১১টি জেলার আলমী শূরার তাবলিগ জামাতের তিন চিল্লার সাথীদের নিয়ে আজ রোববার মোনাজাত ও দোয়ার মাধ্যমে এ জোড় শেষ হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এ জোড়ে তাবলিগের সাথীরা ছাড়াও মোনাজাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অংশ নেন হাজারো মুসল্লি। এসময় হাজারো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলা তাবলিগ মারকাজ মসজিদ।

আল্লাহর কাছে নিজেদের নৈকট্যলাভ এবং সুখ-শান্তি কামনায় আমিন আমিন ধ্বনিতে ইজতেমার প্রাঙ্গনে আল্লাহর দরবারে উপস্থিতির জানান দেন তারা। ধর্মপ্রাণ মুসলমানরা সুখ, শান্তি ও সমৃদ্ধির আশায় আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন একমনে।

ভারতের মাওলানা আকবর শরীফ আখেরি মোনাজাত পরিচালনা করেন। এর আগে, আজ সকালে বাদ ফজর আমবয়ান করেন তাবলিগের মুরব্বিরা।

এ বিষয়ে বরগুনা জামাতের জিম্মাদার জাকির হোসেন মাসদাইরী জানান, দেশের ১১টি জেলা অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি জেলার তিন চিল্লার কয়েক হাজার সাথীদের নিয়ে জোড় অনুষ্ঠিত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ