আওয়ার ইসলাম: ইসরায়েলের উগ্রবাদি ইহুদিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের অজুহাতে গতকাল নাবলুসের হযরত ইউসুফ আ. এর মাযারে হামলা করেছে।
জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে গতকাল যে হামলা চালানো হয়েছে তাতে ইসরায়েলের শিক্ষামন্ত্রী রাফী পারতাজ এবং ঔপনিবেশিক জলবায়ু পরিষদের চেয়ারম্যান উউসী দাগানসহ বেশ কয়েক জন রব্বি (ইহুদি আলেম) অংশগ্রহণ করেছে।
এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘোষণা করেছে এসময় হযরত ইউসুফ আ. এর মাযারের আশেপাশে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষের ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইহুদিরা যখন হযরত ইউসুফ আ. এর মাযারে প্রবেশ করে, তখন আশেপাশে ইসরাইলের বেশকিছু সামরিক যানবাহন এবং বুলডোজার ছিল।
যায়নবাদী সেনারা ঘটনাস্থলের আশেপাশের রাস্তায় গুলি বর্ষণ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ইকনা।
-এটি