মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় বিশ্বে ষষ্ঠ, মধ্যপ্রাচ্যে প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান গবেষণা বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ বিগত ৫০ বছরে প্রতিষ্ঠিত বিশ্বের সেরা ১৭৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রেঙ্কিং এ ষষ্ঠ ও মধ্যপ্রাচ্যে প্রথম স্থান অর্জন করেছে।

আল আরাবিয়া জানায়, সৌদি আরবের কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিওএসটি) তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে, আর মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম স্থান অর্জন করেছে।

এর আগে বিশ্বব্যাপী জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে স্বাক্ষর রাখায় এ বছর ১৪ জন বিজ্ঞানী পুরষ্কার পেয়েছেন গবেষণায়।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, সৌদি আরবের কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএএসটি) এর ১৪ জন বিজ্ঞানী ২০১৯ সালের গুণি গবেষকদের তালিকায় যুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন ও তাদের একাডেমিক প্রচেষ্টা আর তাদের গবেষণার কারণে এ বিজ্ঞানীদের তলব করা হয়েছে।

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টনি চেন বলেন, গবেষণা একাডেমিকস এবং বিশ্বের নামী বিজ্ঞানীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় গর্বিত। কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এটা আমাদের দেশের জন্য গৌরবের।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ১৪ জন বিজ্ঞানী আন্তর্জাতিক গবেষকের তালিকায় যুক্ত হওয়া আমাদের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০ বছরের ক্যারিয়ারের বৃহত্তম সাফল্য বলে আমরা মনে করি।

তিনি আরো যুক্ত করেন, কিং আবদুল্লাহ সায়েন্স ভ্যাটিকোলজির গবেষকদের বিশ্বব্যাপী তালিকায় যোগদানের ফলে সৌদি আরবে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে আরও সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টার ফলেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা তাদের ধন্যবাদ জানাই।

বিজ্ঞানীদের এ বিশ্বব্যাপী তালিকায় ৬০টি দেশের বিভিন্ন ক্ষেত্রে উচ্চ অভিজ্ঞতার ভিত্তিতে ৬২১৭ জন গবেষক ও বিজ্ঞানী অন্তর্ভুক্ত রয়েছে।

আল-আরাবিয়া অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ