শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সাভারে একই পরিবারের চার সদস্য ইসলামের ছায়াতলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবি: সাভারে একই পরিবারের চার সদস্য ইসলাম গ্রহণ করেছেন।

বংশপরম্পরায় তারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন।

আজ ২২ নভেম্বর (শুক্রবার) সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন দিলখুসাবাগ জামে মসজিদের খতিব মুফতি ইসমাইল সিরাজীর নিকট কালেমা পড়ে মুসলমান হন তারা।

তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের পারস্পরিক সম্পর্ক ভাই-বোন, ভগ্নিপতি ও তাদের সন্তান। ইসলামের ছায়াতলে প্রবেশের পরপরই তারা তাদের নাম বদলেছেন।

ভাইয়ের নাম জুবায়ের আহমদ, বোনের নাম আয়েশা ও ভগ্নিপতির নাম মোহাম্মদ বেলাল ও তাদের সন্তানের নাম তাসলিমা খাতুন।

জুমার নামাজের সময় এলাকার সমস্ত মুসল্লিদেরকে সাক্ষী রেখে মুফতি ইসমাইল সিরাজী তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ- এর সবক দেন।

এসময় উপস্থিত মুসল্লিদের মাঝে এক প্রকার উৎফুল্লভাব লক্ষ্য করা যায়। নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন তারা।

তবে আয়েশানহ নারীদের রাখা হয় পার্শ্ববর্তী একটি বাড়িতে। জুমার নামাজান্তে আয়েশার কাছে গিয়ে খতিব সাহেব পর্দার আড়ালে থেকে তাকে কালেমা শিক্ষা দেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ