আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হক ও খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া কিশোরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত ইসলাহি ইজতেমায় অংশ নিতে আজ (শনিবার) কিশোরগঞ্জ যাচ্ছেন ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
জানা গেছে, কিশোরগঞ্জের মারিয়া বাগে মোসাফির ঈদগাহ ময়দানে গত ২১ নভেম্বর নভেম্বর থেকে শুরু হওয়া এ ইজতেমার তৃতীয় ও শেষ দিন আজ। শাহ হাকীম মুহাম্মাদ আখতার রহ.-এর বিশিষ্ট খলীফা মাওলানা শাহ মুহাম্মাদ ইসমাঈল-এর সভাপতিত্বে ইসলাহি ইজতেমায় বাদ এশা আল্লামা মাহমুদুল হাসান বয়ান করবেন।
এছাড়া আল্লামা মাহমুদুল হাসান কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া, ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া ও চরখরিচার জামিয়া মাহমুদিয়ার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন বলেও জানা যায়।
এর আগে বয়ান করেছেন ইসলামী শরীয়াহ বোর্ড আমেরিকার সভাপতি মুফতি জামাল উদ্দীন, দক্ষিণ আফ্রিকার দারুল উলূম আজাদ বিল-এর সিনিয়র মুহাদ্দিস মুফতি আমজাদ কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, পীরে কামেল, শাইখুল হাদীস মাওলানা হাবীবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব নোয়াখালী) ও মুফতি জাফর আহমদ।
তিন দিনের ইসলাহী ইজতেমায় ২৪ ঘন্টা আমলী ও তারবিয়তী প্রোগ্রাম এবং সুন্নতের মশক করানো হয়েছে।
আরএম/