আওয়ার ইসলাম: বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাবা।
অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ছেলের নাম রফিকুর রহমান রাহাত। তিনি ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
রাহাতের বিরুদ্ধে তার বাবা ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা বাসায় ভাঙচুর ও অবাধ্য আচরণের অভিযোগ করেছেন পুলিশের কাছে।
জানা গেছে, সকালে রাহাত তার বাবা মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিবাদ করলে বাসায় ভাঙচুর চালায় সে। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব কারণে তার বাবা মা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বাসা থেকে রাহাতকে আটক করে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
রাহাতের বাবা আবদুস শুক্কুর মোল্লা বলেন, অনেক দিন ধরেই রাহাত আমাদের অবাধ্য হয়ে চলছে। তার আচরণ অসৌজন্যমূলক। সে বাবায় বিভিন্ন সময় ভাঙচুর চালায়। বাধ্য হয়ে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।
ঝালকাঠি থানার ওসি আবু তাহের বলেন, রাহাতের বাবা পুলিশের কাছে অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে। রাহাতের বাবা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-এটি