আওয়ার ইসলাম: দুবাইয়ের কুরআনিক পার্ক বিগত সাত মাসে ১০ লাখের অধিক লোক পরিদর্শন করেছেন। এই পার্কটি উদ্বোধনের পর থেকেই হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে।
কুরআনে বর্ণিত উদ্ভিদসমূহ দেখার জন্য প্রতিদিন অজস্র মানুষ সেখানে ভিড় জমায়। উদ্বোধনের মাত্র সাত মাসের মধ্যে দশ লাখ দর্শনার্থীর মাইলফলক স্পর্শ করায় দুবাই গভর্নর একটি জমকালো উৎসবের আয়োজন করে।
এই পার্কটি নির্মাণ করতে ২০০ মিলিয়ন দিরহামের অধিক অর্থ ব্যয় হয়েছে এবং এটি পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি সফল প্রকল্প।
৬৪ হেক্টর জমির উপর এই কুরআনিক পার্কটি নির্মাণ করা হয়েছে। এই পার্কে মোট ১৩টি বাগান রয়েছে। এসকল বাগানে কুরআন ও হাদিসে বর্ণিত ৪৫ প্রকার গাছ লাগানো হয়েছে এবং খাদ্য ও ঔষধ হিসেবে গাছগুলোর বর্ণনা উল্লেখ করা হয়েছে।
পবিত্র কুরআনে উল্লেখিত অনেক অলৌকিক ঘটনা বিশেষ করে হযরত মুসা আ.এর লাঠির অলৌকিক ঘটনার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই পার্কের সবুজ মনোরম দৃশ্য পরিদর্শকের হৃদয়ে প্রশান্তির ছায়া ফেলে দেয়।
টাইম ম্যাগাজিন এটিকে বিশ্বের ১০০ দর্শনীয় পার্কের অন্তর্ভুক্ত করেছে।
-ওএএফ