শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


জম্মু-কাশ্মীর উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে: নিউইয়র্কে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

জম্মু-কাশ্মীরে চলমান নাজুক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর এখন উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। এখানে বসবাসরত পীড়িত মুসলিমরা নিজেদের বসতিতেই বন্দী জীবন অতিবাহিত করছে। নিজ এলাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে কার্যত তাদের উপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বিদ্বেষমূলক আলোচনার প্রতিবাদ’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

এসময় এরদোগান বলেন, আমার কল্পনা করতেও কষ্ট হয় যে,আগামী দিন জম্মু-কাশ্মীর এবং কাশ্মীরিদের উপর কি রক্তক্ষয়ী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। গোমাংস রাখার অজুহাতে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়-ব্যাপারটা কত ভয়ানক!

তিনি বলেন, গোমাংস রাখা এবং খাওয়ার অপরাধে মুসলিমদের উপর হামলা করা হয়-এই নিচু মানষিকতা বোঝা আমার পক্ষে সম্ভব নয়।উপস্থিত শ্রোতাদের নিকট এরদোগান জানতে চান,বিশ্বে যারা গরুর গোশত খায়,তাদের ভবিষ্যৎ কি, আর সবারই কি নিরামিষভোজী হওয়া সম্ভব কিনা?

এরদোগান বলেন, তুরস্কে কিছু সম্প্রদায় শুকরের মাংস খায় কিন্তু এজন্য তাদের কেউ কখনো জিজ্ঞাসিত হয়নি।কেননা, তাদের ধর্মবিশ্বাসে শুকরে নিষেধ নেই।

আর ভারতে মত প্রকাশে স্বাধীনতার কথা এবং বাস্তবতায় কোন মিল নেই-মুসলিমরা গরুর গোশত খেলে উগ্রবাদী হিন্দুদের হামলার শিকার হয়, অথচ, ইসলামধর্মে গরুকে হালাল খাদ্য করা হয়েছে।

মুসলিম বিশ্বের জনপ্রিয় এই নেতা বলেন,ভারত এবং কাশ্মীরের এসব সংকট নিরসনে সমস্ত সরকারি প্রতিষ্ঠানকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। এজন্য প্রাচীর দৃঢ় সংকল্প গ্রহণে বৈশ্বিক, আন্তর্জাতিক এবং আঞ্চলিক সাহায্য সংস্থার ভূমিকাও সমান প্রয়োজনীয়।

বক্তৃতার শেষ দিকে গত মঙ্গলবার পাকিস্তান শাসিত কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের জন্য মহান আল্লাহর নিকট মাগফিরাত কামনা করেন এরদোগান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তিনি নিহতদের পরিবারের প্রতি শোকও প্রকাশ করেন।

তিনি আরো বলেন, আযাদ কাশ্মীরে ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্য সহযোগিতা প্রেরণে তুরস্ক প্রস্তুত রয়েছে। সূত্র: আনাদুলু আরবি, ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ