আওয়ার ইসলাম: জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান চায়নি, বাংলাদেশ চায়নি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান চায়নি, বাংলাদেশ চায়নি। আজ অখন্ড ভারত থাকলে চীন ও আমেরিকা আমাদেরকে চোখ রাঙাতে পারতো না। ভারতবর্ষই সারা বিশ্বকে পরিচালনা করত। আমরা ভারতকে ফের ভাগ করার চক্রান্তকে রুখব।
রোববার (২২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সুরক্ষা আন্দোলনে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, আজকের মঞ্চ প্রমাণ করে আমরা এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান একতা বদ্ধ। আমি ঘোষণা করতে চাই যদি এই এনআরসি নিয়ে কোন বাড়াবাড়ি করার চেষ্টা হয়, তবে বিজেপির নেতারা বাড়ির বাইরে বের হতে পারবে না। প্রয়োজনে মাথায় কাফন বেঁধে রাস্তায় নামব।
তিনি বলেন, আমাদের আরএসএসের কাছে আমাদের দেশ ভক্তি শিখতে হবে না, এরা কোন দিন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, বরং বিরোধীতা করেছে।
সিদ্দীকুল্লাহ চৌধুরী এদিন মহাজাতি সদনের মঞ্চ থেকে বিশিষ্ঠ আইনজীবিদের নিয়ে একটি লিগ্যাল সেল গঠনের ঘোষণা দেন।
আরএম/