আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর খাসপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে সালমা আক্তার শান্তা নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবারের (২২ আগস্ট) এ ঘটনায় নিহতের বোন নাসরিন আক্তার বাদী হয়ে ভগ্নিপতি আরিফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।
তিনি মামলায় উল্লেখ করেন, তার বোন সালমা আক্তার শান্তা ও বোন জামাই আরিফুল ইসলাম মিঠুর মাঝে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে কলহের জের ধরে বোন জামাই আরিফুল ইসলাম মিঠু স্ত্রীকে মারধর করে। এ সময় তিনি স্ত্রীকে মরে যেতে বলেন।
এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সালমা আক্তার শান্তা বিকাল ৩টায় কাঁচপুর খাসপাড়া এলাকায় আফসার উদ্দিনের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার বোন বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।
-এএ