আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কোনও কূটনৈতিক ব্যর্থতা নেই।
শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় সরকারের কোনও কূটনৈতিক ব্যর্থতা নেই। মিয়ানমারের ওপর বহির্বিশ্বের চাপ বাড়ছে। একদিন না একদিন সফল হবে। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি।
তিনি আরও বলেন, এই মুক্তিযুদ্ধের দেশে বিএনপি নামক সাম্প্রদায়িক দলের পরিণতি ক্রমসংকোচন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধীদলের নাম হচ্ছে বিএনপি। চাপ আগের চেয়ে কমেনি বরং বাড়ছে এটাই কূটনৈতিক সফলতা। মিয়ানমারের উপর চাপ বেড়েই চলছে কাজেই এখানে আমাদের কূটনৈতিক ব্যর্থতা নেই।
-এএ