আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় সব প্রস্তুতি সত্ত্বেও রোহিঙ্গারা ফিরে যেতে রাজি হয়নি। তবে তাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারব না।
শুক্রবার সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ওদের জন্য মিয়ানমার শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে, এ কথাটা তারা বিশ্বাস করতে পারছে না। তবে আমি সব সময় আশাবাদী। আমরা অবশ্যই রোহিঙ্গাদের পাঠাতে পারব। তবে এ জন্য কিছুটা সময় লাগবে।
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, তাদের ওপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিজে রাজি হয়েছে। যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়েছে। মিয়ানমার আমাদের কাছে অঙ্গীকার করেছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।
তিনি আরো বলেন, প্রয়োজনে রোহিঙ্গা নেতাদের রাখাইনে নিয়ে তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখাতে মিয়ানমারের কাছে প্রস্তাব দেব। তাহলে তারা হয়তো ফিরতে রাজি হবে।
‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি করাতে না পারা কূটনৈতিক ব্যর্থতা’ বিএনপির এ দাবি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে, তাহলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। আমরা সেটাকে স্বাগত জানাব।
আরএম/