বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর

'রোহিঙ্গাদের আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় সব প্রস্তুতি সত্ত্বেও রোহিঙ্গারা ফিরে যেতে রাজি হয়নি। তবে তাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারব না।

শুক্রবার সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ওদের জন্য মিয়ানমার শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে, এ কথাটা তারা বিশ্বাস করতে পারছে না। তবে আমি সব সময় আশাবাদী। আমরা অবশ্যই রোহিঙ্গাদের পাঠাতে পারব। তবে এ জন্য কিছুটা সময় লাগবে।

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, তাদের ওপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিজে রাজি হয়েছে। যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়েছে। মিয়ানমার আমাদের কাছে অঙ্গীকার করেছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

তিনি আরো বলেন, প্রয়োজনে রোহিঙ্গা নেতাদের রাখাইনে নিয়ে তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, সেটা দেখাতে মিয়ানমারের কাছে প্রস্তাব দেব। তাহলে তারা হয়তো ফিরতে রাজি হবে।

‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি করাতে না পারা কূটনৈতিক ব্যর্থতা’ বিএনপির এ দাবি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে, তাহলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। আমরা সেটাকে স্বাগত জানাব।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ