আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেরার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট বিকাশ জানান, একই পরিবারে লোকজন পাবনা থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিল। এ সময় মহেড়ার ডুবাইল এলাকায় মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসের ড্রাইভারসহ ছয় জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত তিন জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
-এএ