আওয়ার ইসলাম: নতুন ভারত'- এ দুর্নীতি, স্বজনপোষণ, জনগণের অর্থ লুঠ, সন্ত্রাসবাদকে কড়া হাতে দমন করা হচ্ছে, অস্থায়ী অংশকে (জম্মু-কাশ্মীর) স্থায়ী অংশে পরিণত করা হচ্ছে।
প্যারিসে 'ইউনেস্কো'-র সদর দফতরে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।
দেশটির সংবিধিনের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরে 'স্পেশাল স্ট্যাটাস' তুলে দেওয়ার প্রসঙ্গও মোদি বলেন, 'কোনো অস্থায়ী কিছুর স্থান নেই ভারতে। ৭০ বছর লেগে গেল 'অস্থায়ী'কে সরাতে। আমরা এগিয়ে চলেছি এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করব যত তাড়াতাড়ি সম্ভব।'
সোমবার পর্যন্ত তিন দেশের সফরের অংশ হিসেবে ফ্রান্সে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাবেন।
মোদী যখন বিদেশ সফরে এমন কথা বলে বেড়াচ্ছেন, তখন দেশটির অর্থনীতিবিদরা রেকর্ড আর্থিক সঙ্কট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
বিগত ৭০ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে শোচনীয় অবস্থায় পৌঁছে মোদীর এই শাসনামলেই।
আরএম/