আওয়ার ইসলাম: পাবনা জেলার সদর উপজেলার হেমায়েতপুরে ২২ দিনের এক মেয়ে শিশুকে বিক্রির চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ।
গত বুধবার কিসমত প্রতাপপুরের আব্দুল্লাহর বাড়ি থেকে শিশুসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হেলাল মন্ডল (৩৫) ও তার স্ত্রী আন্নি খাতুন (৩০), শ্বশুর আব্দুল্লাহ (৬০) এবং শাশুড়ি রুবি খাতুন (৫২)।
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, বুধবার প্রতিবেশী এক নিঃসন্তান দম্পতির কাছে ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে বাচ্চাসহ চারজনকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে, ঢাকার উত্তরার শফিকুল ইসলাম নামের এক হতদরিদ্র ব্যক্তির সন্তান এই শিশু।
শহরের বিসিক ১নং গেট এলাকায় তাদের এক নিঃসন্তান আত্মীয়ের জন্য তিনদিন আগে শফিকুলের নিকট থেকে প্রতিপালনের জন্য তারা শিশুটিকে নিয়ে আসেন।
পাবনায় আনার পর হেলালের সেই আত্মীয় শিশুটিকে গ্রহণে অস্বীকৃতি জানালে শিশুটিকে অন্য কোন নিঃসন্তান দম্পতির কাছে দেয়ার চেষ্টা করছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, হেলালের বক্তব্যের সত্যতা জানতে পাবনা থেকে পুলিশের একটি দল শিশুটির বাবা শফিকুলের খোঁজে ঢাকায় রওনা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে পর্যন্ত শিশুটি পুলিশের হেফাজতে থাকবে।
-এটি