আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন আলেমদের বিশেষ প্রতিনিধি দল ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১২ ফ্লাইটযোগে বৃহস্পতিবার ভোর ছয়টায় তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
একই ফ্লাইটে দেশে ফিরেছেন ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে চলতি বছর হজ পালনকারী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অন্যান্য ভিআইপি হজযাত্রীরা।
এর আগে, মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মদিনা মুনাওয়ারায় পবিত্র মসজিদে নববী ও মসজিদে নববীর আঙিনা-প্রাঙ্গন পরিদর্শন করেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৮ সদস্যের ওলামা-মাশায়েখ টিম। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অভ্যর্থনা পর্ব শেষে বাংলাদেশের ওলামা-মাশায়েক ও ধর্ম প্রতিমন্ত্রীকে মহানবী হযরত মুহাম্মাদ সা.-এর রওজা মোবারকে সালাম ও দুরুদ পেশ করেন।
এর আগে গত ৪ আগস্ট ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সাত সদস্যের প্রতিনিধি এবং ওলামা মাশায়েখ প্রতিনিধিরা। এদিন বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
আরএম/