আওয়ার ইসলাম: চুল ও দাড়ির ‘বখাটে কাট’ বন্ধ করতে সেলুন মালিক ও নরসুন্দরদের সচেতন করার প্রচারে নেমেছে মাগুরা পুলিশ।
বুধবার (২১ আগস্ট) মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে সদর থানা পুলিশ এ বিষয়ে সেলুন মালিকদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে। একইসঙ্গে পুলিশ শহরে প্রচারপত্র বিলি ও মাইকিং করেছে।
পুলিশ সুপারের পক্ষ থেকে প্রচারপত্র ও মাইকে সেলুন মালিকদের আহ্বান জানানো হচ্ছে যেন কোনো সেলুনকর্মী কারো চুল বা দাড়ি যেন বখাটে স্টাইলে না কাটেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের নির্দেশে এক সপ্তাহ আগে স্থানীয় সেলুন মালিক ও কর্মীদের নিয়ে তিনি থানা চত্বরে বৈঠক করেছেন।
“পাশাপাশি এ বিষয়ে গোটা শহরে মাইকিং করে সর্বসাধারণকে সচেতন করা হচ্ছে। বিলি করা হয়েছে প্রচারপত্র।”
ওসি বলেন, এর উদ্দেশ্য বিশেষ করে উঠতি বয়সের যুবকদের সংযত আচরণ ও স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করা। সম্প্রতি মাগুরায় কিশোর ও উঠতি বয়সের যুবকদের হাতে খুনসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। যেটির পেছনে তাদের অস্বাভাবিক জীবনযাপন ও আচরণের যোগসূত্র পেয়েছে পুলিশ। এ কারণে এ শ্রেণির নতুন প্রজন্মকে সচেতন করতে এ প্রচারণা চালানো হচ্ছে।
ওসি আরও বলেন, মানুষের লাইফ স্টাইলের সঙ্গে তার আচরণের নানা যোগসূত্র রয়েছে। কেউ যদি উদ্ভট পোশাক পরে, উদ্ভট স্টাইলে চুল কাটে, যা দৃষ্টিকটূ ও অস্বাভাবিক, সেটি তার জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব অবশ্যই ফেলে। এ কারণে এটি প্রতিরোধ করা প্রয়োজন। সেক্ষেত্রে সবার আগে দরকার সচেতনতা।
-এএ