আওয়ার ইসলাম: চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো কাঁচা চামড়া ব্যাবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে এফবিসিসিআইয়ের বৈঠক।
তবে ট্যানারিগুলোকে তিন ধাপে আড়তদারদের বকেয়া পরিশোধ করতে বলেছে এফবিসিসিআই। এ নিয়ে ৩১ আগস্ট আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সারা দেশের কাঁচা চামড়া ব্যাবসায়ী, ট্যানারি মালিক ও এফবিসিসিআইয়ের নেতারা অংশ নেন। বৈঠকে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সব বকেয়া দ্রুত ফেরতের দাবি জানান আড়তদাররা।
বকেয়া টাকার পরিমাণ এবং তা কীভাবে ও কত দিনে পরিশোধ করা হবে, তা নিয়ে আগামী সপ্তাহের মধ্যে ট্যানারি মালিক ও আড়তদারদের সিদ্ধান্ত নিতে বলেছে এফবিসিসিআই। সম্প্রতি কোরবানির পশুর চামড়ার দর ব্যাপকভাবে পড়ে যাওয়ায় বিষয়টি আলোচনায় আসে।
-এটি