আওয়ার ইসলাম: আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, শুধুমাত্র আমেরিকাই ৭০০০ মাইল দূর থেকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে বুধবার কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কখা বলেন। খবর আল আরাবিয়া-এর।
আফগানিস্তানে আইএস-এর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বলেন, আফগানিস্তান থেকে আমরা সন্ত্রাসীদের শতভাগ তথাকথিত খেলাফত ধ্বংস করে দিয়েছি। সেখানে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সামরিক জোটের অন্য দেশগুলোর ভূমিকা খুবই নগণ্য।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।
তিনি আরও বলেন, 'এই দেশগুলিকেও লড়াই করতে হবে কারণ আমরা কি সেখানে আরও ১৯ বছর থাকতে চাই? আমার তা মনে হয় না। কাজেই রাশিয়া, ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলিকেও কিছু ক্ষেত্রে লড়তে হবে।'
সূত্র: আল আরাবিয়া ডটনেট।
আরএম/