আওয়ার ইসলাম: আগামী অক্টোবর মাসে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে দেশি-বিদেশি সকল ধরণের বিনিয়োগকারীদের অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে।
আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
আগামী ১২-১৪ অক্টোবর কাশ্মিরের রাজধানী খ্যাত শ্রীনগরে এই সম্মেলন আয়োজন করা হবে। ওই সম্মেলনে ভারতের স্থানীয় সহ আটটি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন বলে কেন্দ্রীয় সরকার আশা প্রকাশ করেছেন।
দেশটির শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মুখ্যসচিব এনকে চৌধুরি বলেন, ‘অনেক কম সময়ের মধ্যে এই আয়োজন করা হচ্ছে, কিন্তু আমরা একে সফল করবই।’
তিনি আরো বলেন, ‘সেখানে সম্ভাবনাময় খাত যেমন পর্যটন, স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষাখাতে আমরা বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সম্মেলনের মাধ্যমে অনেক নতুন ব্যবসায় সঠিক বিনিয়োগের মাধ্যমে বড় হয়ে ওঠার সুযোগ পাবে।’
আরএম/