বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


রেল যোগাযোগ ঈদের আগে স্বাভাবিক করা অসম্ভব: রেল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় বন্যায় রেলপথ বিধ্বস্ত হওয়ায় ঢাকার সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ে, ঈদের আগে সংস্কার কাজ কোনো অবস্থাতেই সম্ভব নয়। এদিকে, এবারের বন্যায় গাইবান্ধার ৭০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

১৬ই জুলাই গাইবান্ধার বাদিয়াখালী ও ত্রিমোহিনী স্টেশনের মাঝামাঝি এলাকায় বন্যার পানিতে তলিয়ে যায় রেল লাইন।ক্ষতিগ্রস্ত সাত কিলোমিটার রেলপথ সংস্কারের বড় বাধা আবারও পানি বৃদ্ধি। তাই এখনই কাজে হাত দিতে আগ্রহী নয় রেল কর্তৃপক্ষ।

শুধু রেলপথ নয়, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সড়কেরও। গাইবান্ধার সাত উপজেলার অনেক রাস্তায় যান চলাচল বন্ধ। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার অপেক্ষায় সংশ্লিষ্ট বিভাগগুলো। এখনও পানিতে তলিয়ে আছে গাইবান্ধা শহরের আশপাশের কয়েকটি সড়ক। দুর্ভোগ যেন শেষ হচ্ছে না এসব এলাকার মানুষের।

-এটি


সম্পর্কিত খবর