আওয়ার ইসলাম: দেশের হাসপাতালগুলো দিন দিন বাড়ছে অক্রান্ত রোগীর সংখ্যা, আর তাই ওষুধের মাত্রা বাড়িয়ে এডিস মশা নির্মূল ও ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে মশা নিধন হয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদন দিতে হবে।
এছাড়া সরকারি হাসপাতাল বিনামূল্যে রক্ত পরীক্ষা ও বেসরকারি হাসপাতাল অতিরিক্ত ফি নিচ্ছে কি-না তা সোমবারের মধ্যে জানাতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
এডিস মশা নির্মূলে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা বৃহস্পতিবার আদালতে হাজির হন দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। শুনানিতে এ বছর মশা নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ জানায় আদালত। চাওয়া হয় বিপজ্জনক এই অবস্থার ব্যাখ্যা। আক্রান্ত সবাই হাসপাতালে গেলে রোগীর প্রকৃত সংখ্যা জানা যেত বলেও জানায় আদালত।
পরে এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনতে কি পদক্ষেপ নিতে হবে তা জানাতে দুপুর পর্যন্ত সময় দেয় আদালত। দুপুরের পর শুনানিতে দুই সিটি করপোরেশনের আইনজীবীরা জানান, মশা মারতে যৌথ অভিযান চালালে কার্যকর ফল পাওয়া যেতে পারে।
এদিকে ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতালগুলোর অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের আরেকটি বেঞ্চ। সোমবারের মধ্যে এবিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে।
এর আগে ১৪ জুলাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এডিস মশা নিধনে কি পদক্ষেপ নেয়া হয় তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলো আদালত।
-এটি