আওয়ার ইসলাম: ডেঙ্গু নিয়ে জনগণ উদ্বিগ্ন জানিয়ে দুই মেয়রকে কথা কম ও কাজ বেশি করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের।
সকালে ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিকে, বৃহস্পতিবার নতুন ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই মেয়রের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীকেও কথা কম বলে কাজে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও দলের দায়িত্বশীল ব্যক্তিদের সংযতভাবে কথা বলার আহ্বান জানান তিনি।
ডেঙ্গুর প্রকোপ সহজভাবে নেয়ার উপায় নেই জানিয়ে তিনি বলেন- ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে কাজ করবে আওয়ামী লীগ।
এদিকে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়, বেড না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা।
আক্রান্ত রোগীর চিকিৎসায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪৭ জন। আর গত ২৫ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে ৭ হাজার ডেঙ্গু রোগী।
-এটি