বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


২০৩৪ সালে বাজেট হবে ট্রিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০৩৪ সালে বাংলাদেশের বাজেট হবে ট্রিলিয়ন ডলারের এমন স্বপ্নের কথা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ১৫ বছরের মধ্যে বাজেট হবে ট্রিলিয়ন ডলারের। অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

এরই মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চীন, রাশিয়া, ব্রাজিল, ভারতের কাতারে উন্নীত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

একই অনুষ্ঠানে ডেঙ্গুর ভয়াবহতার কথা আবারও স্মরণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন আর যেন কেউ এ রোগে আক্রান্ত না হন।

-এটি


সম্পর্কিত খবর