আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশ প্রধানসহ শীর্ষ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত এপ্রিলের হামলার তিন মাস পর পুলিশের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিল কলম্বো সরকার। খবর রয়টার্স-এর।
পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিআইডি।
মঙ্গলবার দেশটির পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা প্রধানকে গ্রেফতারের তথ্য দিয়েছেন সরকারের মুখপাত্র রুয়ান গুনাসেকারা।
তিনি বলেছেন, দেশে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হতে যাচ্ছে, এমন সতর্ক বার্তা পাওয়ার পরও ঠেকাতে ব্যর্থ হওয়ায় পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দর ও সাবেক প্রতিরক্ষা প্রধান হেমাসিরি ফার্নান্ডোকে গ্রেফতার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল এ দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ আনার পরদিন তাদের গ্রেফতার করা হলো।
এর আগে, সোমবার তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল দাপুলা দে লিভেরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর এবারই প্রথম দায়িত্ব অবহেলার দায়ে সরকারি দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।
-এএ