মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

একাদশ শ্রেণিতে এখনও ভর্তি হতে পারেনি ৫৫ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবেদন করার পরও ৫৫ হাজার শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা নিজেদের ভুলের কারণেই ভর্তি হতে পারেনি।

আগামী সপ্তাহে আবারো ভর্তির সুযোগ দেয়া হচ্ছে। এদিকে পয়লা জুলাই থেকেই শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস।

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী। যার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে সাড়ে ১৩ লাখ। তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে জুন মাসে। তবে আবেদন করলেও ভর্তির সুযোগ পায়নি প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, আবেদনের নানা ত্রুটিতেই এসব শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, অনেকে বার বার একই কলেজে আবেদন করেছে। অনেকে আবার কোড ভুল করেছ। এসব সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছে।

শিক্ষাবোর্ড জানিয়েছে এসব শিক্ষার্থীর জন্য আরেকবার আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। এজন্য কলেজগুলো থেকে আসন শূন্যের চাহিদাও নিচ্ছে বোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, এদের দুশ্চিন্তার কিছু নেই। আবেদন যারা করেছে তাদের জন্য ভর্তির সুযোগ দেয়া হবে। কলেজে পর্যাপ্ত আসন আছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ