আওয়ার ইসলাম: চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপরে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) খুলশী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের একটি দল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাসুদ মাহমুদ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক।
শিক্ষার্থীদের একটি দল মঙ্গলবার বিক্ষোভকালে তাকে অফিস থেকে বের করে এনে গায়ে কেরোসিন ঢেলে দেয়। এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, অধ্যাপক মাসুদ মাহমুদকে সবার সামনে প্রকাশ্যে তার অফিস থেকে বের করে এনে কিছু শিক্ষার্থী গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে।
এ ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অপমানজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে পুলিশকে খবর দিয়েছে এবং এ ঘটনায় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বিভিন্ন বর্ষে অধ্যায়নরত ইউএসটিসি'র ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ওই শিক্ষক দ্বারা ক্রমাগত যৌন হয়রানি হওয়ার অভিযোগ করে আসছিল।
গত ২৯ এপ্রিল ইউএসটিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌন নিপীড়নের যে অভিযোগ অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে আনা হয়েছে তা সত্য নয়।
-এটি