আওয়ার ইসলাম: দুইদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে ভারতের মুম্বাই এবং পার্শ্ববর্তী অঞ্চলে ইতোমধ্যে ১৬ জন মারাা গেছে। যার মধ্যে শুধু রোববার রাতেই মারা গেছেন ১২ জন। খবর এনডিটিভির।
টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।
দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, 'এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।'
তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা।
-এএ