আওয়ার ইসলাম: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে। দুদিনের মধ্যে হুতি বিদ্রোহীরা সৌদিতে দ্বিতীয়বারের মতো হামলা চালাল। এতে অন্তত ৯ জন আহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে হামলাটি হয় বলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আহতদের মধ্যে একজন ভারতীয় ও বাকি আট জন সৌদি নাগরিক এবং তারা সবাই বেসামরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর আবহা বিমানবন্দরে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন।
হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, আবহা বিমানবন্দরে ‘বড় অভিযান’ চালিয়েছে তারা।
এর আগে গত মাসে আবহা বিমানবন্দরে চালানো আরেকটি ড্রোন হামলায় সৌদি আরবের বসবাসকারী এক সিরীয় নাগরিক নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল হুতিরা।
-এএ